আমুদরিয়া নিউজ : মেট্রোয় উঠছিলেন এক মা। তাঁর সঙ্গে প্যারামবুলেটে ছিল তাঁর সন্তান। মেট্রোয় উঠতে গিয়ে হাত থেকে পড়ে যায় তাঁর কয়েকটি জিনিস। জিনিসপত্র পড়ে গিয়েছিল মেট্রোর ভেতরে। তাঁর সন্তানকে বাইরে দাঁড় করিয়ে তিনি জিনিসগুলি ওঠাতে যান। হঠাত বন্ধ হয়ে যায় মেট্রোর দরজা। যার জেরে মা মেট্রোর ভেতরে ও সন্তান বাইরে থেকে যায়। যথাসময়ে সিগনাল পেয়ে মেট্রোও যথারীতি চলতে শুরু করে। সন্তান রয়ে যায় একাকী। মা মেট্রোর ভেতর বন্দী হয়ে পড়েন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। তিনি শিশুটিকে টেনে নিয়ে আসেন নিজের কাছে। খেয়াল রাখতে থাকেন শিশুটির। তিনি মেট্রোর কর্মীদের বিষয়টি জানান। কিছুক্ষণ পড়ে তড়িঘড়ি মা এসে পৌঁছান তাঁ সন্তানের কাছে। তাঁর সন্তানকে পেয়ে ধন্যবাদ জানান সেই জনৈক বক্তিকে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় কমেন্ট, মায়ের জন্য এ যেন দুঃস্বপ্ন।
