আমুদরিয়া নিউজ : কলকাতায় দ্রোহের কার্নিভালে এবার তারকা সমাবেশ যেন! মঙ্গলবার সন্ধ্যায় সেখানে উপস্থিত হন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। তিনি উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে গলা মেলান। সেখানে যোগ দেন অভিনেত্রী চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তী সহ অনেকেই। অভিনেত্রী অপর্ণা সেন জানান, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে সবসময় আছেন।
