আমুদরিয়া নিউজ : একবার গোয়াতে গিযে রাস্তার এই কুরটিকে ছোট্ট অবস্থায় কুড়িয়ে পান রতন টাটা। তাকে দত্তক নিয়ে ফেরেন মুম্বইয়ে। সেই থেকে টাটার ছায়াসঙ্গী হয় সে। যে হেতু গোয়ায় তাকে পাওয়া গিয়েছিল, তাই তার নাম হয় গোয়া। ৯ অক্টোবর রতন টাটা প্রয়াত হন। তাঁর শেষ শ্রদ্ধার সময়ে গোয়া নামের সারমেয়টিকে আনা হয়েছিল। সেই দৃশ্য দেথে অনেকের চোখে জল।
