আমুদরিয়া নিউজ : আমেরিকার স্কুলে বন্দুক হামলা চলছেই। এবার এক নাবালিকা ছাত্রী নাইন এমএম পিস্তল নিয়ে স্কুলে গিয়ে একজন শিক্ষক ও এক পড়ুয়াকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হয়েছে। আমেরিকার উইসকনসিনের ম্যাডিসনে অ্যাবানডন্ট লাইফ খ্রিস্টান স্কুলের ঘটনা।
আমেরিকান পুলিশ সে দেশের সংবাদ মাধ্যমকে জানায়, ক্লাসে আচমকাই পিস্তল বের করে গুলি চালায় ছাত্রীটি। দুজনকে মেরে ছাত্রীটি নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। আমেরিকায় স্কুলে পড়ুয়াদের বন্দুক নিয়ে য়াওয়ার প্রবণতা রুখতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন সে দেশের অভিভাবকরা।