আমুদরিয়া নিউজ ডেস্ক : নতুন স্মার্ট ফোন কেনার জন্য পার্টি দিতে রাজি না হওয়ায় ক্লাস নাইনের একটি ছাত্রকে ছুরি মেরে খুন করল তিন কিশোর। সোমবার সন্ধ্যায় দিল্লির শকরপুরের রামজির সিঙ্গারার দোকানের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানান, সিসি ক্যামেরার সূত্র ধরে তিন নাবালককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা এলাকারই। তারাও নিহতের সমবয়সী।
ওই দিন সিঙ্গারার দোকানের সামনে রুটিন টহল দেওয়ার সময়ে পুলিশ একটি জায়গায় রক্তের দাগ লক্ষ্য করে এবং তদন্ত চালায়। তারা জানতে পারে, একটি ছেলেকে একটি দল ছুরি দিয়ে কোপানো হয়েছে।ছেলেটিকে নিয়ে যাওয়া হয় এলএনজেপি হাসপাতালে। শচীন নামের ছেলেটিকে মৃত ঘোষণা করে হাসপাতাল।
পুলিশ জানিয়েছে, শচীন ও তার এক বন্ধু মোবাইল ফোন কিনে বাড়ি ফেরার সময় তিনটি পরিচিত ছেলে তাদের রাস্তা আটকায়। তারা বলে স্মার্ট ফোন কেনার জন্য পার্টি দিতে হবে। শচীন রাজি হয়নি। এর পরে শচীনের পিঠে দুবার ছুরি মারে তারা। অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এর আগে অগস্টে, মহারাষ্ট্রের থানে এলাকায় ১৫ হাজার টাকার মোবাইল ফোন হাতিয়ে নিতে ১৩ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে খুন করা হয়। সেখানে তিনজনকে গ্রেফতার করা হয়। দিল্লিতে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা কেন বাড়ছে তা নিয়ে বিশদে তদন্তের দাবি তুলেছেন বাসিন্দারা।