আমুদরিয়া নিউজ : শিশু শ্রম রোধে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত হলো টাস্ক ফোর্স। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মূখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় আয়োজিত এক বৈঠকে এই টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষনা করেন জেলাশাসক আর বিমলা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। জেলাশাসক জানান এদিন পনেরো সদস্যের জেলা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সে থাকছেন জেলাশাসক নিজে, ব্লক স্তরের আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। জেলাশাসক আরও জানান চা বাগানে শুরু হয়েছে চা পাতা তোলার কাজ, ইট ভাটাগুলিতে শুরু হয়েছে ইট তৈরির কাজ। এসব কাজে শ্রমিকরা যাতে তাদের শিশুদের স্কুল ছাড়িয়ে চা পাতা তোলা বা ইট ভাটার কাজে লাগাতে না পারেন সেসব বিষয়ে টাস্ক ফোর্স চা বাগান ও ইট ভাটা গুলিতে বিশেষ নজরদারি চালাবে। নজরদারিতে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান জেলাশাসক।
