আমুদরিয়া নিউজ : প্রায 200 কিলোমিটার পাড়ি দিযে একজন পৌঁছেছে আরেকজনের সঙ্গে দেখা করতে। এমন দুটি বাঘের মিলন কাহিনী ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া। জার্নাল অফ ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টে প্রকাশিত তথ্য অনুসারে, বরিস ও শ্বেতলায়া নামের দুটি বাঘকে রাশিয়ার একটি পাহাড়ি উপত্যকা থেকে ছোটবেলায় উদ্ধার করা হয়। দুজনকে বড় করে দুটি বনে ছেড়ে দেওয়া হয়। সেটা ছিল ২০১৪ সাল। প্রায় ১০ বছর পরে দুজনের দেখা হয়েছে।
বরিসই প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে খোঁজ করে শ্বেতলায়ার কাছে হাজির হয়েছে। দীর্ঘ বনপথ, পাহাড়ি চড়াই-উৎরাই, দুর্গম রাস্তা পেরিয়ে বরিসের শ্বেতলায়ার কাছে পৌঁছে যাওয়ার প্রতিটি পদক্ষেপ ধরা পড়েছে সংরক্ষণকারীদের কাছে। যা কি না একই সঙ্গে তাঁদের কাছে উচ্ছ্বাসের এবং আনন্দের।