আমুদরিয়া নিউজঃ আগামী কাল মদনমোহন ঠাকুরের রাস উৎসব শুরু হবে। তার আগে মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দিঘির ড্যান্সিং ফোয়ারার ট্রায়াল রান হল। রাসমেলা উপলক্ষ্যে মদনমোহন মন্দিরে আগত পুণ্যার্থীরা এই ফোয়ারার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নানা রঙের আলো ও শব্দের তালে তাল মিলিয়ে এই ড্যান্সিং ফোয়ারার চঞ্চলতা মানুষকে আনন্দ দান করবে।
আগামী কাল রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করবেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। আর এই উৎসবকে ঘিরে ব্যস্ততা মদনমোহন মন্দিরে। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে সাজানো গোছানোর কাজ চলছে পুরোদমে।