আমুদরিয়া নিউজ : টোকিওর এক সুশি রেস্তোরাঁয় ১.৩ মিলিয়ন ডলারে বিক্রি হলো এক বিশালাকৃতির টুনা মাছ । টয়সু মাছ বাজার থেকে ২৭৬ কেজি ওজনের এই মাছটি নিলামের মাধ্যমে ওনোদেরা গ্রুপের কাছে বিক্রি হয়। বছরের প্রথম টুনা মাছকে সৌভাগ্যের প্রতীক মনে হয় বলে নিলামে এক মুখপাত্র জানান।
এই বৃহদাকৃতির টুনাটি ধরা হয়েছিল উত্তর জাপানের আওমোরি এলাকা থেকে। এই টুনা কিনে নেন “টুনা কিং” রেস্তোরার মালিক কিয়োশি কিমুরা।