আমুদরিয়া নিউজ : ভারত ভুটান সীমান্তের জয়ন্তীতে কর্তব্যরত সশস্ত্র সীমা বলের জওয়ানদের রবিবার ভাইফোঁটা দিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রবিবার কুমারগ্রামের কামাখ্যাগুড়ি থেকে ঐ সংগঠনের সদস্যরা পৌঁছান জয়ন্তীতে। সেখানে সশস্ত্র সীমা বলের ক্যাম্পে তারা কর্তব্যরত জওয়ানদের কপালে টীকা পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভাইফোঁটার মত পবিত্র দিনে বাড়িঘর ছেড়ে এই জওয়ান ভাইরা সীমান্ত পাহারা দেন। তাঁদের এই দিনে ফোঁটা দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন লাভের জন্য প্রার্থনা করা হলো।
জওয়ানরা বোনেদের থেকে ফোঁটা নিয়ে খুশি।