আমুদরিয়া নিউজ : কোচবিহারের চকচকায় গৃহবধূর রহস্যময় খুনের ঘটনায় ধৃত এক যুবক। ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই একজনকে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশ। ধৃত ওই যুবকের নাম অর্জুন রায় (২২)। তিনি চকচকা এলাকায় মৃত গৃহবধুর পাশের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে কোচবিহার জেলা দায়রা আদালতে তোলা হয়। এবিষয়ে এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা।
তিনি জানান, গতকাল সকালে খবর আসে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা এলাকায় একটি বাড়িতে এক গৃহবধূর দেহ পাওয়া গেছে। সেই ঘটনার তদন্তে শুরু করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর অসমের ধুবড়ির বাসিন্দা। বিয়ের পর তিনি স্বামীর সাথে চকচকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। তার স্বামী দিনহাটার একটি রাইস মিলে কাজ করেন। ওখানে থাকেন, মাঝে মাঝে আসতেন। আরওই মহিলা ১ বছরের শিশুকে নিয়ে চকচকাতে থাকতেন। যেহেতু স্বামী বাড়িতে থাকতেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত যুবক অর্জুন রায় ওই গৃহবধূর ঘরে গিয়ে খুন করে পালিয়ে যায়। অভিযুক্ত যুবক চকচকার ওই বাড়িতে একটি রুমে ভাড়া থাকতেন। পরে তদন্তে নেমে পুলিশ একটা টিম গঠন করে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। এদিন তাকে কোচবিহার জেলা আদালতে তোলা হয়। বিচারকের কাছে ধৃত যুবককে পুলিশ নিজেদের হেফাজতের আবেদন জানায়। আবেদন গ্রহণ হলে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য যে , গতকাল চকচকা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অর্পিতা সিংহ নামে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়। পরে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।