আমুদরিয়া নিউজ : প্রয়াগরাজ লেখা মাইল ফলকে জল ঢালতে দেখা গেল ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ধূ ধূ কালো পিচের রাজ্য সড়ক। একজায়গায় একটি মাইল ফলকে লেখা ‘এসএইচ ১০৬, প্রয়াগরাজ ৩১’। এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে। দেখেই বোঝা যাচ্ছে সেটি ১০৬ নম্বর রাজ্য সড়ক এবং জায়গাটি থেকে প্রয়াগরাজ ৩১ কিলোমিটার দূরে। সেই ফলকটিতেই প্রথমে ভক্তি ভরে জল ঢাললেন এক তরুণী। তারপর কাপড় দিয়ে সযত্নে মুছলেন ফলকটিকে। হাঁটু গেড়ে বসে প্রণাম করলেন ফলকটিকে। ভক্তির এই ভিডিওটি দেখে নেটিজেনদের কমেন্ট, ভগবান কণা কণায় বিরাজমান।
