আমুদরিয়া নিউজ : রান্না ঘরে কিছু খুঁজতে এসছিলেন স্বামী। স্ত্রী পাশে দাঁড়িয়ে ফল কাটছিলেন। আনমনে মাথা ঝাকা দিলে স্ত্রীর চুল খুলে যায়। স্বামী চুল ঠিক করে দিতে কাছে আসেন। খোপা বাঁধার জন্য স্ত্রীর চুল হাতে নেন। এরপরই হঠাৎ জড়িয়ে ধরেন স্ত্রীকে। নিমেষে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এরপর হঠাতই এক বন্ধু তার ঘুমন্ত বন্ধুকে চড় মারে। তাঁর ঘুমকাতুরে বন্ধু শুয়ে শুয়ে ওই স্বপ্ন দেখছিল। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। ভিডিওয় নেটিজেনদের কমেন্ট, চড়টা বাস্তবে খেয়ে ভালোই করলি। স্বপ্নে বউয়ের হাতে চড় খেতে হতো।
