আমুদরিয়া ডেস্ক : আর. জি. কর ধর্ষণ ও খুন কাণ্ডের জেরে কর্মবিরতি ডক্টরদের। এই ঘটনাকেই কেন্দ্র করে হওয়া তদন্তের সাপেক্ষে কম-বেশি সব মেডিকেল কলেজগুলোতেই সূত্র মিলছে দুর্নীতির। এরই মধ্যে অভয়া ক্লিনিক এখন শিলিগুড়িতেও, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্ট ডাক্তাররা মিলে চালু করেছে অভয়া ক্লিনিক শিলিগুড়ি বাঘাযতীন পার্কে।
সময় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা। এই কর্মবিরতি তাদের কাম্য নয় কিন্তু ন্যায়বিচার না পাওয়া অব্দি তারা কর্মে যোগদান করবেন না এ বিষয়েও তারা স্পষ্ট। তাই সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়।