আমুদরিয়া নিউজ : ২০০৩ সালে ৫ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ। ১০ বছরের জেল খেটে, ছাড়া পাওয়ার পর, ২০১৪ সালে ফের ৮ বছরের একটি শিশুকে যৌননির্যাতন। ফলত, অপরাধ ও অপকর্মের একটি লম্বা লিস্ট রয়েছে মধ্যপ্রদেশের দ্রাবিপুরার বাসিন্দা, রমেশের বিরুদ্ধে। এরপর মৃত্যুদণ্ড দেওয়া হলেও ২০১৯ সালে তা রদ করে, রমেশকে জামিন দেওয়া হয়। তাঁর পরেও থামেনি সে, গত ১ ফেব্রুয়ারি, ১১ বছরের এক মূক ও বধির নাবালিকাকে ফের ধর্ষণ করে সে। ৮ ফেব্রুয়ারি মেয়েটির মৃত্যু হয়। পাপ ঢাকতে মহাকুম্ভের পথে রওনা হয় সে। শেষপর্যন্ত তাকে জয়পুরে চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হয়। কিন্তু, ফের আইন এত বড় অপরাধীকে চরম শাস্তি না দিয়ে, জামিন দেবে না তো? এমনই প্রশ্ন উঠেছে অনেকের মনে।