আমুদরিয়া নিউজ : এবার ঝাড়খন্ড বিধানসভা ভোটে সেখানে ৮১টি আসনে দাঁড়ানোর জন্য প্রায় ১২০০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সেখানেও জনসেবা করার ইচ্ছে আছে, এমন নেতাদের সংখ্যা বাড়ছে।
প্রথম দফার ভোট ১৩ নভেম্বর হবে। পরের দফায় ২০ নভেম্বর।
এবার প্রথম দফায় যে ৪৩টি আসনে ভোট হবে, সেখানে দাঁড়াতে চেয়ে আবেদন করেছেন ৮৩৩ জন। ২০১৯ সালে ওই ৪৩টি আসনে ৬৩৩ জন ভোটে দাঁড়িয়েছিলেন।
বাকি ৩৮টি সিটে ৩৪৭ জন দাঁড়াতে চেয়েছে আবেদন করেছেন।
এবার প্রশ্ন হল, এত মানুষ এম এল এ হতে চাইছেন কেন! রাজনৈতিক দল কিংবা নির্দল যাঁরা তাঁদের যুক্তি সোজা। সেটা হল, সকলেই এমএলএ হয়ে এলাকার উন্নয়ন করতে চান। দেশের দশের যাতে ভাল হয় সে দিকে খেয়াল রাখতে চান।
শাসক দল, বিরোধী দল, সকলেই কিন্তু দাবি করছে, তাঁরা জিতলেই এলাকার উন্নয়ন জোরদার হবে।
আপনাদের মনে কি কোনও কোনও কথা আছে! এমএলএ হওয়ার জন্য কেন এত হুড়োহুড়ি সেটা নিয়ে কোনও মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
প্রতিবেদক : এরশাদ মিয়াঁ