আমুদরিয়া নিউজ : মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে (বাবলা) খুনের জন্য সুপারি কিলার নেওয়া হয়েছিল। তাদের ৫০ লক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল বলে দাবি করল রাজ্য পুলিশ। বুধবার রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে জানান, প্রথমে যে ৫জনকে গ্রেফতার করা হয় তাদের জেরা করে একটি সূত্র পাওয়া যায়। তার উপর ভিত্তি করে নরেন্দ্রনাথ তিওয়ারি আর স্বপন শর্মা তাদের দুজনকে জেরা করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। স্বপন শর্মা ও নরেন্দ্রনাথ তেওয়ারি এই খুনের মূল চক্রান্তকারী বলে পুলিশের দাবি। সে জন্য ৫০ লাখ টাকার বিনিময়ে সুপারি কিলারদের বরাত দেওয়া হয়।