আমুদরিয়া নিউজ : মৌনী অমাবস্যায় অমৃতস্নানের মুহূর্তে ব্যারিকেড ভেঙে হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা অন্তত ৫০ জন। মঙ্গলবার রাত ২টো নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে বিশদে খোঁজ নিয়ে সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওই রাতে ত্রিবেণী সঙ্গমে কমপক্ষে ১ কোটি পুণ্যার্থী জড়ো হন। ১২ কিলোমিটার এলাকায় থাকা নানা ঘাটে সকলে ছিলেন। স্নানের সময় কোনও কারণে হুড়োহুড়ি পড়ে যায়। একাধিক ব্যরিকেড ভেঙে যায়। ছোটাছুটি শুরু করেন পুণ্যার্থীরা। তাতেই নিচে পড়ে যান অনেকে। পদপিষ্ট হন। এই ঘটনার পরে প্রয়াগরাজে সঙ্গমে যাতায়াতের অধিকাংশ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যাতে ভিড় না বাড়ে। পরিস্থিতি বুঝে আজ, পুণ্যস্নান বাতিল করার কথা ঘোষণা করেছে ১৩টি আখড়া। রবিবার ওই স্নানের আয়োজন করার কথা ভেবেছেন তাঁরা। কুম্ভমেলা কমিটি সূত্রে জানানো হয়েছে, মৌনী অমাবস্যায় অন্তত ১০ কোটি মানুষ সঙ্গম স্নান করবেন বলে হিসেব বলছে। ফলে, পরিস্থিতির রাশ হাতে রাখতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।
দি হিন্দু পত্রিকা জানাচ্ছে, ১৯৫৪ সালেও কুম্ভমেলায় পুণ্যস্নানের সময়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ১০০০ জনের বেশি সে সময়ে জখম হয়েছিলেন।
এই ঘটনার পরে কংগ্রেসের সুপ্রিমো মল্লিকার্জুন খাড়গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করেছেন। খাড়্গে বলেছেন, মহাকুম্ভের দায়িত্ব কোনও উন্নততর প্রশাসকের হাতে তুলে দেওয়া উচিত। খাড়্গে আরও মনে করেন, মহাকুম্ভে স্নানের সময়ে ভিভিআইপি, ভিআইপিদের যাওয়ায় রাশ টানা দরকার। তিনি বলেন, আরও শাহী স্নান বাকি আছে। আরও কোটি কোটি লোক তাতে অংশ নিতে যাওয়ার কথা। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।