আমুদরিয়া নিউজ : অবশেষে সাগরদিঘিতেই ছটপুজো করার অনুমতি মিলল। ছট পুজোকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে খবরের শিরোনামে কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরদিঘি। এবছর প্রশাসনের পক্ষ থেকে সাগরদিঘিতে ছটপুজো করার অনুমতি দেওয়া হয়নি। তা নিয়ে ক্ষোভ – বিক্ষোভ চলে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাগরদিঘির বদলে বিকল্প জায়গায় পুজো করতে বলা হয়। এরপর গতকাল সাগরদিঘিতেই ছটপুজো করতে চেয়ে হাইকোর্টে মামলা করে নর্থ বেঙ্গল বাসফোর ওয়েলফেয়ার অরগানাইজেশন।
আজ দুপুরে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি অরিন্দম মুখার্জী সাগরদিঘিতেই যাতে পুণ্যার্থীরা ছটপুজো করতে পারে প্রশাসনকে সেই বিষয়টি দেখার আদেশ দেন। এই খবর জানতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সাগরদিঘিতে ছটপুজো করে আসা পুণ্যার্থীরা। এদিন এই খবর এসে পৌঁছতেই পুজোর ডালা সহ অন্যান্য সামগ্রী নিয়ে সাগরদিঘির ঘাটে এসে পৌঁছায় ছটব্রতীরা। আদালতের নির্দেশের কপি প্রশাসনের হাতে তুলে দিয়ে ছটপুজোতে মেতে ওঠেন পুণ্যার্থীরা। সংগঠনের সভাপতি দীপু হরিজন বলেন, আমাদের বাপ ঠাকুরদা এই দিঘিতে পুজো করে আসছেন। এবছর প্রশাসনের থেকে এখানে পুজো করতে দেওয়া হচ্ছিল না। আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিই। মনে এই বিশ্বাস নিয়ে এগিয়েছি যে, ছট মাই আশীর্বাদ থাকলে আমরা জিতব। আদালত আমাদের পুজো করার অনুমতি দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি।
এদিন এই নির্দেশ দেওয়ার পর আদালতের বাইরে সংগঠনের সদস্যরা ছট মাই কি জয় ধ্বনি দিয়ে আনন্দে মেতে ওঠেন।