আমুদরিয়া নিউজ : এক ব্যক্তিকে খুনের চেষ্টার ৯ বছর পর গ্রেফতার অভিযুক্ত। ২০১৫ সালের পয়লা সেপ্টেম্বর সাগরপুরের ঘটনা। ভাই রীতেশের সাথে গান্ধী মার্কেট থেকে ডিনার সেরে ফিরছিলেন বিবেক। কপিল চৌহান নামে এক ব্যক্তি তাঁকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩০৮ এবং ৩৪ ধারায় কপিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কপিল রাশিয়ায় চলে যায়। সেখান থেকে ফিরতেই সে গ্রেফতার হয়।