আমুদরিয়া নিউজ : উত্তর দিনাজপুরের গোযালপোখরে পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান েকে পালিযেছিল সাজ্জাক আলম সহ ২ জন। বুধবার ঘটেছিল ঘটনা। তার চারদিনের মাথায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সাজ্জাকের। পুলিশ বক্তব্য, শনিবার সকালে সাজ্জাক চোপড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল। সে সময়ে পুলিশ ঘিরে ফেললে সে গুলি চালায়। পুলিনশ পাল্টা গুলি চালালে সাজ্জাক মারা যায়। গত বৃহস্পতিবার জখম পুলিশকর্মীদের দেখতে যান ডিজি রাজীব কুমার। তিনি পুলিশের উপর ২টো গুলি চালালে পুলিশ দ্বিগুণ চালাবে বলে হুঁশিয়ারি দেন। তবে দ্বিতীয় অভিযুক্ত আবাল এখনও ফেরার।