আমুদরিয়া নিউজ ডেস্ক : স্কুলের টয়লেটে দুই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে ধৃত অক্ষয় সিন্ধে পুলিশের গুলিতে মারা গেল। সোমবার ভোরে নভি মুম্বইয়ের জেল থেকে তদন্তের জন্য বদলাপুরে নিয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যে এক পুলিশ অফিসারের পিস্তল ছিনতাই করে গুলি চালিয়েছিল বলে পুলিশের দাবি। সেই সময়ে পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অক্ষয়ের গুলিতে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জখম হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
অগস্টের গোড়ায় মহারাষ্ট্রের বদলাপুরে একটি স্কুলে দুই ছাত্রীর উপরে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে। স্কুলের শৌচাগারে ঘটনাটি ঘটে। তা নিয়ে মহারাষ্ট্র উত্তাল হয়ে ওটে। গোটা দেশেই ক্ষোভ দানা বাঁধে। ঘটনার পাঁচদিন পরে পুলিশ তদন্ত চালিয়ে ওই স্কুলের সাফাইকর্মী অক্ষয়কে গ্রেফতার করে। তাকে ধরার পরে মহারাষ্ট্রের আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল, কোনও চাপের কাছে নতি স্বীকার করে তাড়াহুড়ো করে চার্জশিট যেন না দেওয়া হয়। সমস্ত দিক থেকে নিখুঁত চার্জশিট পেশ করার পরামর্শ দেয় আদালত।
এর পরে অক্ষয়ের স্ত্রী তাঁর বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ দায়ের করে থানায়। সেই মামলায় তদন্তের জন্য অক্ষয়কে জেল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সংশ্লিষ্ট থানায়। পুলিশের দাবি, রাস্তায় আচমনকা এক পুলিশ অফিসারের পিস্তল ছিনিয়ে গুলি চালাতে শুরু করে অক্ষয়। একজন এ এস আই জখম হন। তখন পুলিশ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। অক্ষয়ের মৃত্যুর খবর চাউর হতে বদলাপুরে হইচই পড়ে যায়। অনেকে রাস্তায় নেমে বাজি ফাটাতে থাকেন। যদিও বিরোধী দলের অনেকে ঘটনার সমালোচনা করে তদন্ত চেয়েছেন। তাদের মতে, অভিযুক্তকে মদতে আরও কেউ ছিল কি না তা সামনে আসার আগেই এমন ঘটে গেল।