আমুদরিয়া নিউজ : ইসলামপুরের চোপড়ায় এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতারের সময়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জনতার বিরুদ্ধে। শনিবার সকালে চোপড়ার একটি গ্রামের ঘটনা। পুলিশ তদন্তে নেমে ১০ জনকে আটক করে জেরা করছে। অভিযুক্ত ও তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যারা যুক্ত সকলকে ধরা হবে বলে পুলিশ জানিয়েছে।
