আমুদরিয়া নিউজ : মাকে খুনের অভিযোগ উঠেছে বিরুদ্ধে। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি তাঁর পরিবারের। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নদীয়ার ভীমপুর থানা এলাকার উত্তরপাড়া গ্রামের ঘটনা। মৃতার নাম যমুনা বিশ্বাস (৬২)। তাঁর ছেলে সুকান্ত বহু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
