আমুদরিয়া নিউজ :যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক অন্য ধারার মেলা। এডুকো বাংলাদেশ, নারী মৈত্রী এবং সচেতন সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ২৪ অক্টোবর ঢাকা এবং রাজশাহী জেলার মেধাবী তরুণদের সফলতার গল্প আর স্বপ্ন নিয়ে অনুষ্ঠিত হল অ্যাচিভমেন্ট ফেয়ার।
যেখানে ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কারাতে গোল্ড মেডেলিস্ট, বক্সার, ক্রিকেটার, জাতীয় পর্যায়ে পুরস্কৃত নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, যাঁরা দারিদ্রকে হারিয়ে নিজেদের চেষ্টায় প্রতিষ্ঠিত।