আমুদরিয়া নিউজ : বিদেশে একটি পার্কে একটি বসবার জায়গায় রাখা একটি মূর্তি। একটি তরুণী এসে মূর্তির পাশে বসতে গেলে মূর্তিটি সম্ভবত নাড়া লেগে পড়ে যাওয়ার উপক্রম হয়। তরুণী ততক্ষণাৎ মূর্তিটিকে আগলানোর চেষ্ঠা করেন। দুহাতে জাপটে ধরেন মূর্তিটিকে। ধৈর্য্য ধরে লাগাতার চেষ্টা করেন মূর্তির অবস্থান বজায় রাখার। বেশ একটু পরিশ্রম করেই যা হোক কোনক্রমে মূর্তিটিকে আবার যথাস্থানে বসাতে সক্ষম হন তরুণী। হাফ ছেড়ে বাঁচেন নিজেই। ভাগ্যিস পড়ে যায়নি ! মূর্তিটি হঠাৎ গোঁ করে হেঁকে ওঠে। আঁতকে ওঠেন তরুণী। আসলে মূর্তির বেশ ধরে একজন শিল্পী রঙ মেখে বসেছিলেন। দেখে আসল না নকল বোঝার যো নেই। তরুণী অবশেষে হেসে ফেলেন।
