আমুদরিয়া নিউজ : মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অংকের বিল। অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ গুলির উপর সন্দেহ। সেই রকমই একটি চক্রের হদিশ বের করল জেলা স্বাস্থ্য দপ্তর। জানা যায়, গাজোল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চলতি মাসের ১৭ তারিখ গাজোল হাসপাতালে ভর্তি হন। তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক ভুল বুঝিয়ে তাঁদের আম বাজার এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে কার্যত চিকিৎসার নামে ব্যবসা শুরু হয়। খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে। ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।