আমুদরিয়া নিউজ: বছরের পর বছর ধরে সংগ্রাম চালিয়ে নিজেদের অধিকারের আদায়ের জন্য লড়াই করছেন আদিবাসী, উপজাতি সম্প্রদায়ের মহিলারাও। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যের মত পরিসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার বিরুদ্ধেয় ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা।
এই তালিকায় অন্যতম নাম যাঁর, তিনি এখন ভারতের রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু। তবে তিনি ছাড়াও স্বমহিমায় নিজ সম্প্রদায়ের জ্ঞান, শিল্প এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন আরও অনেক নারী। তাঁদের কয়েকজনের কথা ধারাবাহিকভাবে পড়ুন:
যে আদিবাসী কন্যারা এখন লড়াইয়ের দৃষ্টান্ত (২)
২। লিপসা হেমব্রম: উৎসবে-অনুষ্ঠানে পরিবারকে সাঁওতালি ঐতিহ্যবাহী পোশাকে দেখেই বড় হওয়া উড়িষ্যার ময়ূরভঞ্জের লিপ্সার। ফ্যাশন শিল্পের সংস্পর্শে আসার পরেই এর সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা বুঝতে পেরেছিলেন হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির প্রাক্তন ছাত্রী। ‘গালাং গাবান’ নামে নিজস্ব টেক্সটাইল কোম্পানির হাত ধরে অত্যন্ত যত্ন সহকারে ঐতিহ্যবাহী সাঁওতাল শাড়িকে সমসাময়িক রূপ দেন লিপ্সা। সাধ ও সাধ্যের মধ্যে দাম হওয়ায় তার তৈরি প্রাণবন্ত রঙ ও মোটিফের সুতি, লিনেন এবং সিল্কের আধুনিক সাঁওতাল শাড়ির কদর দেশ জুড়ে।