আমুদরিয়া নিউজ: বছরের পর বছর ধরে সংগ্রাম চালিয়ে নিজেদের অধিকারের আদায়ের জন্য লড়াই করছেন আদিবাসী, উপজাতি সম্প্রদায়ের মহিলারাও। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যের মত পরিসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার বিরুদ্ধেয় ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা।
এই তালিকায় অন্যতম নাম যাঁর, তিনি এখন ভারতের রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু। তবে তিনি ছাড়াও স্বমহিমায় নিজ সম্প্রদায়ের জ্ঞান, শিল্প এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন আরও অনেক নারী। তাঁদের কয়েকজনের কথা ধারাবাহিকভাবে পড়ুন:
যে আদিবাসী কন্যারা এখন লড়াইয়ের দৃষ্টান্ত (৩)
৩। সোনি সোরি: স্কুল শিক্ষিকা। আদিবাসী অধিকার কর্মী হিসেবে পরিচিত সোনি সোরি। ২০১৬ সালে ছত্তিশগড়ের বস্তারে তাঁর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে কিছু অজ্ঞাত ব্যক্তি। পরে মাওবাদীদের মধ্যস্থতাকারী হওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় এবং জেলে থাকার সময় তাকে নৃশংস যৌন হিংসীর সম্মুখীন হতে হয়। এ ধরণের ঘটনা, পুলিশের হিংসা এবং বর্বরতা সোনিকে নির্ভীক এবং সোচ্চার সমালোচক করে তোলে। বস্তার অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের জন্য ন্যায় বিচার আদায়ের ঝুঁকিপূর্ণ লড়াইয়ে জন্য ২০১৮ সালে ফ্রন্ট লাইন ডিফেন্ডারস পুরস্কার পান সোনি।