আমুদরিয়া নিউজ: বছরের পর বছর ধরে সংগ্রাম চালিয়ে নিজেদের অধিকারের আদায়ের জন্য লড়াই করছেন আদিবাসী, উপজাতি সম্প্রদায়ের মহিলারাও। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যের মত পরিসেবা এবং কর্মসংস্থানের মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার বিরুদ্ধেয় ঘুরে দাঁড়িয়েছেন তাঁরা।
এই তালিকায় অন্যতম নাম যাঁর, তিনি এখন ভারতের রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু। তবে তিনি ছাড়াও স্বমহিমায় নিজ সম্প্রদায়ের জ্ঞান, শিল্প এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন আরও অনেক নারী। তাঁদের কয়েকজনের কথা ধারাবাহিকভাবে পড়ুন:
যে আদিবাসী কন্যারা এখন লড়াইয়ের দৃষ্টান্ত (১)
১। রুবি হেমব্রম: রুবি হেমব্রম হলেন একজন আদিবাসী সংস্কৃতি বিষয়ক গবেষক, লেখক। তথ্যচিত্র নির্মাতা। প্রকাশক। ২০১২ সালে আদিবাসীদের গল্প তুলে ধরতে ‘আদিবাণী’ নামে নিজের এক প্রকাশনা সংস্থার কাজ শুরু করেন। আদিবাসী ইতিহাস এবং লোককাহিনীর ওপর বই প্রকাশ করতে শুরু করে এই ‘আদিবাণী’। ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এবং সিলভান টেলস:স্টোরিজ ফ্রম দ্য মুন্ডা কান্ট্রি’র ওপর দিসাইবন হুল নামে পুরস্কারপ্রাপ্ত ছবিসহ বই প্রকাশ করে প্রকাশনা সংস্থাটি।