আমুদরিয়া নিউজ : সিতাই উপ নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করল কোচবিহার জেলা প্রশাসন। রবিবার দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই বৈঠক হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, দিনহাটার মহকুমা শাসক বিধুশেখর ও অন্যান্য আধিকারিকেরা। এদিনের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে প্রশাসনের আধিকারিকরা অবশ্য কিছু বলেনি। তবে যেটুকু জানা যাচ্ছে যে, নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য আইন শৃঙ্খলা বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।