আমুদরিয়া নিউজঃ রাত পোহালেই সিতাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা। তার আগে দিনহাটা কলেজের গণনা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ক্ষতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা। এদিন শেষ মুহূর্তে সব কিছু সরেজমিনে দেখতে আসেন দিনহাটা মহকুমা শাসক বিধূ শেখর, মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। তবে এদিন ভোট গণনা ও নিরাপত্তা বিষয়ে পরবর্তী ঘটনার প্রসঙ্গ তুলে পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন দিনহাটার বিজেপি নেতা অজয় রায়। জেলা বিজেপির সম্পাদক অজয় রায় এদিন অভিযোগে সুরে জানান, গত লোকসভা নির্বাচনে দলীয় এজেন্টকে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া ও তার নামে কেস দেওয়া এবং ইভিএম টেম্পারিং করা হয়েছিল। এবারও এই ধরণের ঘটনা ঘটলে এবং গণনায় কারচুপি হলে তিনি অবাক হবেন না। একই সুর বামেদের গলাতেও। যদিও তৃণমূল কংগ্রেস এই সব অভিযোগ পাত্তা দিচ্ছে না।
দিনহাটার তৃণমূল নেতা বিশু ধর জানান, বাম-বিজেপি এই সব কথা গ্রামে গিয়ে বললে সাধারণ মানুষের রোষের মুখে পড়বে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় সিতাই কেন্দ্রে জয়ী হবেন বলে তিনি জানান। আগামী কাল সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হবে। ২৫ টি টেবিলে গণনা চলব। ১২ রাউন্ড গণনা হবে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় থাকছে এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। বাইরে থাকবে শতাধিক রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকছে।