আমুদরিয়া নিউজ : এক ব্যক্তি তার দুই ছেলেকে ডেকে তার হাতে মারতে বললেন। প্রথমে বড় ছেলে এল। সে দারুণ জোরে জোরে তার বাবার হাতে মারল। এরপর ছোট ছেলের পালা। সেও বেশ খানিকটা বল প্রয়োগ করে বাবার হাতে মারল। বাবার সাথেই পাশে সোফায় বসেছিল দুই ছেলের এক খুদে বোন। ছেলেরা একে একে বাবাকে মেরে চলে গেলে বাবা তাঁর মেয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। তাঁর খুদে মেয়ে তার বাবার দুই হাতেই আলতো করে চুমু খেল। এরপর বাবা মেয়েকে জড়িয়ে ধরলেন। একটি মেয়েই তার বাবার সবচেয়ে বড় উপহার।
