আমুদরিয়া নিউজ : শুক্রবার সকালে কলকাতার জোড়াবাগান এলাকার একটি বাড়ির ঘর থেকে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানান, তাঁর নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫৮)। তিনি এলআইসিতে যুক্ত ছিলেন। পুলিশ তদন্তে নেমে মোবাইলের কল রেকর্ড, লোকেশনের সূত্র ধরে সন্দেহভাজনকে ২৪ ঘণ্টার মধ্যে নদীয়া থেকে গ্রেফতার করেছে। সে নাবালাক। পুলিশের দাবি, ধৃত জানিয়েছে, তার মায়ের সঙ্গে প্রৌঢ়ের পরকিয়া সম্পর্ক ছিল। সে তা মেনে নিতে পারেনি বলে খুন করেছে।