আমুদরিয়া নিউজ : ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী বলল আফগানিস্থানের শাসক তালিবানরা। বুধবার তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দুবাইয়ের সেই বৈঠক হয়েছে। এর পরে তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি পেশ দিয়ে জানানো হয়েছে, ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই মনে করে। এই মুহূর্তে পাকিস্তান ক্রমশ বাংলাদেশের দিকে ঝুঁকছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেকে ভারত বিরোধিতার সুর চড়াচ্ছেন। সেই প্রেক্ষাপটে তালিবানরা ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী বলায় পাকিস্তান ও বাংলাদেশে তার প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক।