আমুদরিয়া নিউজ : গত সোমবার ৭ তারিখ কর্ণাটকের প্রাক্তন বিধায়ক মোহদিন বাভার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হলো ফাল্গুনী নদী থেকে। অনুসন্ধান প্রক্রিয়া চলেছিল ১২ ঘন্টা অব্দি। তবে হঠাৎ ঘটা কোনো দুর্ঘটনা এটি নয় এমনই সূত্রের খবর।
বাভার ভাই বাড়ি ফিরতি পথে মেয়ের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই পিতার কথা শুনে কন্যার সন্দেহ হয়। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি, পুলিশ ৬ জনকে আটক করেছেন যাদের মধ্যে একজন মহিলা, অভিযোগ এসেছে এরাই নাকি মৃত ব্যক্তিটিকে অর্থের দাবিতে নানারকম হুমকি দিয়েছেন। তারই ফলস্বরূপ এই ঘটনা।