জন-তারকা-৩
সেরেনা উইলিয়ামস
দীর্ঘদিন ধরে কৃষ্ণাঙ্গ মহিলাদের হয়ে আইনি লড়াই জারি রেখেছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তিনি সচেতনতার প্রচার ও আন্দোলন চালিয়ে যান মহিলা খেলোয়াড়দের অসম বেতন থেকে শুরু করে টেনিসে বডি শেমিং, সেক্সিস্ট ড্রেস কোডের বিরুদ্ধে। মা হওয়ার পর আরও যেন বেশি করে প্রকাশ পায় তাঁর শক্তিদায়িনী রূপ। নারী-প্রতিষ্ঠিত একটি বিনিয়োগকারী সংস্থা ‘মাহমি’তে ইনভেস্টর হন সেলেনা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ প্রসূতি মৃত্যু এড়াতে কাজ করে থাকে।