আমুদরিয়া নিউজঃ টোটো ভাষার সম্পূর্ণ বর্ণমালা আগেই তৈরি হয়ে গেছে। এই ভাষাকে আরও সমৃদ্ধ করতে ও বাচাঁতে এবার টোটো শব্দ কোষ বা টোটো শব্দ সংগ্রহ গ্রন্থ তৈরি করা হয়েছে। টোটো জনজাতি ভারতের ক্ষুদ্রতম প্রিমিটিভ ট্রাইব।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় টোটো পাড়ায় বসবাসকারী টোটো উপজাতির কথ্য ভাষা টোটো। ভাষাটি চীনা-তিববতি ভাষা সমূহ পরিবারের অন্তর্গত। জানা গেছে, ১৪১১ জন এই ভাষাতে কথা বলে।
২০১৫ সালে ধনীরাম টোটো টোটো ভাষার সম্পূর্ন বর্ণমালা তৈরি করেন। ক্রমশ টোটো ভাষার আদিরূপ হারিয়ে যেতে বসেছ। এমতাবস্থায় ভক্ত টোটোর টোটো শব্দ সংগ্রহ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইটি প্রকাশ করছে ভাষা সংসদ।