আমুদরিয়া নিউজ : দুদিন আগে বাড়ির কাছে খুন হয়েছেন তৃণমূলের মালদহ জেলার প্রাক্তন সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকার (বাবলা)। তাঁকে কাছ থেকে মাথায় গুলি করে মারা হয়েছে। সেই ঘটনায় ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এর পরে মালদহের নেতা-মন্ত্রীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে অনুরোধ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি মালদহের যে সমস্ত পদাধিকারীরা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের সকলের কথাই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।