আমুদরিয়া নিউজ : চলতি বছরেই নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন তাক করে পাথর ছোঁড়া হয়। ফের একই ঘটনায় কাচ ফাটলো বন্দে ভারত এক্সপ্রেসের। সূত্রের খবর, বৃহস্পতিবার দেরাদুন থেকে লক্ষ্মৌয়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। খারাঞ্জা কুতুবপুরের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। যাত্রীরা সুরক্ষিত। পাথরের ঘায়ে ট্রেনের সি-৬ কামরার জানলার কাচ ফেটে যায়। ঘটনায় গ্রেফতার ২২ বছর বয়সী এক যুবক। তার বিরুদ্ধে রেলের আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ।
