আমুদরিয়া নিউজ : ২০২৩ সাল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। সুদানের সরকারি সেনাবাহিনীর সঙ্গে প্যারামিলিটারি সাপোর্ট ফোর্সের যুদ্ধ হচ্ছে দেশের ক্ষমতা দখল নিয়ে। ফলে বহু মানুষ ঘরছাড়া। রোজই হতাহতের সংখ্যা বাড়ছে। প্রায় দেড় হাজার ত্রাণ শিবিরে খিচুড়ি জাতীয় খাবার খেয়ে দিন কাটাচ্ছিলেন অন্তত ৬ লক্ষ সুদানবাসী। সে জন্য আমেরিকা থেকে সাহায্য দেওয়া হচ্ছিল। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতাসীন হয়ে সেই টাকা বন্ধ করেছেন। ফলে, বেশির ভাগ ত্রাণ শিবির বন্ধ। ফলে, কয়েক লক্ষ সুদানবাসী অনাহার, অর্ধাহারে কাটাচ্ছেন। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সারা বিশ্বের কাছে আর্জি জানিয়েছে।
