আমুদরিয়া নিউজ : কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল জাজির সম্প্রচার বন্ধ করে দিল প্যালেস্টাইন। বৃহস্পতিবার সকালে আল জাজিরার পক্ষ থেকে ওই নির্দেশ পাওয়ার কথা স্বীকার করা হয়েছে। উসকানিমূলক প্রতিবেদন সম্প্রচারের কারণে আপাতত প্যালেস্টাইনে আল জাজিরা কোনও সম্প্রচার করতে পারবে না বলে নির্দেশ বলা হয়েছে।
আল জাজিরা কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে হামসা ও তার সহযোগী গোষ্ঠীগুলি ওই নির্দেশের নিন্দা করেছে।