আমুদরিয়া নিউজ : সিরিয়ার সরকার পদে এবার আল কায়দা জঙ্গি সংগঠন। প্রায় ৫০ বছর ধরে দেশের ভার বহন করছিল আসাদ পরিবার। সিরিয়া বাহিনী ও বিদ্রোহী আল কায়দার ভাবাদর্শের সংগঠন এইচ টি এসের লাগাতার সংঘর্ষের জেরে আসাদ পরিবার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। এর পরই সমস্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেন সংগঠনের অন্যতম নেতা আবু মহম্মদ আল জোলানি।
গণতন্ত্রের পতাকা হাতে তুলে জেহাদের স্লোগানও দিতে দেখা যায় তাদের।