আমুদরিয়া নিউজ : সারেগামাপা খ্যাত শিল্পীর জীবনে সুখবর। ফের কন্যা সন্তানের বাবা হলেন কাবো। এত সাফল্যের মাঝেই তাঁর জীবনের অন্যতম যন্ত্রণা ছিল সন্তান হারানোর ঘটনা। আট মাসের কন্যা এভিলিনকে হারানোর সেই মুহূর্ত তিনি আজও ভুলতে পারেননি। বারবার সেই দিনগুলো ভাগ করতে দেখা গিয়েছে শিল্পীকে। এ বার নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কাবো।
