আমুদরিয়া নিউজঃ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই আলিপুরদুয়ার বাসীর মন ছুঁলো ছোট্ট ভাগবত। গোবর্ধনের সেই বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী। তৃতীয়ার সন্ধ্যায় আলিপুরদুয়ার জংশন সংলগ্ন যুব সংঘ কালীবাড়ি দুর্গাপূজার উদ্বোধন করতে আসে ভাগবত। এই বালক ভগবদ্গীতার প্রচারক। তাকে দেখতে ও তার মুখে গীতার শ্লোক শুনতে সনাতন ধর্মী, বৈষ্ণব ধর্মী থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। তার সেই ভাইরাল বাণী, ‘হাই হ্যালো ছোড়ো / হরে কৃষ্ণ বোলো’ ভাগবতের মুখে শোনা যায়। একই সাথে গীতার শ্লোক ও তার তাৎপর্য শোনায় সে।
ইংরেজি বর্ণমালা দিয়ে শব্দ অর্জুন, বলরাম, চৈতন্য সহ অন্যান্য শব্দ মানুষের মন জিতে নিয়েছে। উল্লেখ্য এবছর যুব সংঘের মন্ডপ তৈরি হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে।