আমুদরিয়া নিউজ : সামাজিক মাধ্যম এখন আমাদের নিত্যদিনের সঙ্গী এবং এখন তার দোসর হয়েছে এ.আই। এ.আই বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যেমন আমাদের মুশকিল আসানের ভূমিকা নিয়েছে তেমন বেশ কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ারও উপক্রম।
বর্তমানে ইনফ্লুয়েন্সর শব্দটি ভীষণভাবে জনপ্রিয় নেটিজনদের মধ্যে। কিছু মানুষ সামাজিক মাধ্যমে নিজেদের কাজ,সাজসজ্জা কিংবা নানারকম কনটেন্ট তৈরির মাধ্যমে তাদের দর্শকদের প্রভাবিত বা ইনফ্লুয়েন্স করে, তাই এরা ইনফ্লুয়েন্সর। এর জন্য এদের আয়ও হয়।
কিন্তু এখন এ.আই যুগে এরকম ইনফ্লুয়েন্সর ঘরে বসেই তৈরী করা যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কিছু সফটওয়্যারের দ্বারাই এরকম একজন মানুষ তৈরী করতে পারবেন যে সাধারণ মানুষের মতোই ভিডিও বা ছবিগুলিতে হাঁটবে, চলবে, কথা বলবে। আসলে এগুলো একধরণের অ্যানিমেশনই বলা চলে কিন্তু এ.আই দিয়ে এই অ্যানিমেশনগুলি তৈরী হওয়াতে আসল নকল ফারাক করা যায়না। “এ.আই ইনফ্লুয়েন্সর”দের প্রোফাইল দেখে আপনারা সহজে বুঝতেই পারবেন না এরা অ্যানিমেটেড, দেখে মনে হবে রক্তমাংসের মানুষ।
মজার কথা হলো এদের দিয়েও মানুষ প্রচুর আয় করছে। যেহেতু এরা ইনফ্লুয়েন্সর তাই কোল্যাবরেশন, ব্র্যান্ড প্রমোশন এরাও করে থাকে এবং সেখান থেকেই এদের আয় হয়।