আমুদরিয়া নিউজ : কোচবিহার রাসমেলা যে জিনিসটা ছাড়া সম্পূর্ণতা পায় না, তা হল টমটম গাড়ি।
কোচবিহারবাসীর আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই খেলনা গাড়ি। একদম সাদামাটা প্রায় পরিবেশ বান্ধব উপাদান দিয়ে এই খেলনা তৈরি করা হয়। দুটি ছোট্ট মাটির চাকা, ছোট বাটির আকারের একটি মাটির মটকা, বাঁশের কাঠি, রঙ, অতি সামান্য এক টুকরো প্লাস্টিক দিয়ে তৈরি এই খেলনা থেকে এক ধরণের মনোমুগ্ধকর শব্দ হয়। সেই শব্দের জন্যই এই খেলনার নাম বোধহয় টমটম গাড়ি।
টমটমের এই শব্দে আকর্ষিত হয় শিশু থেকে শুরু করে বড়রাও। রাসমেলা শুরু হলে সবাই আগ্রহের সঙ্গে জানতে চেষ্টা করে টমটম এসেছে কি না। এবারও রাসমেলায় হাজির হয়েছে টমটম গাড়ি। টমটম গাড়ির আওয়াজে মুখরিত হচ্ছে রাসমেলার প্রাঙ্গন থেকে শুরু অলিগলি পথ। প্রতি বছর বিহারের কিষণগঞ্জ জেলা থেকে টমটম গাড়ির পসরা নিয়ে হাজির হন কিছু ব্যবসায়ী। এবছর ও তার ব্যতিক্রম হয়নি। রাসমেলার সার্কাস গ্রাউন্ডের পাশে এবিএনশীল কলেজ ( পূর্বে ভিক্টোরিয়া কলেজ) – এর বিপরীতে রাস্তার পাশে টমটম ব্যবসায়ীরা আস্তানা গেড়েছে। দিনরাত তারা শুধু এই খেলনা তৈরি করে চলেছেন।
এক ব্যবসায়ী জানান, বংশ পরম্পরায় তারা কোচবিহারের রাসমেলায় টমটম গাড়ি বিক্রি করছেন। প্রতি বছর প্রায় ৫০ হাজার এই খেলনা বিক্রি হয়ে থাকে। একমাত্র রাসমেলাতে টমটম গাড়ি প্রচুর বিক্রি হয় এবং ভীষণ চাহিদা। টমটম গাড়ির দেখা পেয়ে খুশি কোচবিহারের মানুষ। এই খেলনার সঙ্গে এখানকার মানুষের আত্মিক যোগ রয়েছে।