আমুদরিয়া নিউজ: রাস্তায় কথা কাটাকাটির জেরে এক ব্যবসায়ীকে মারধর করে তার স্ত্রীকে গাড়ির ধাক্কায় মেরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে কৃষ্ণনগর রানাঘাট জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানায় মৃতার নাম তন্দ্রা বিশ্বাস, বয়স ৩২। তার স্বামী সুজন পুলিশকে জানিয়েছেন তারা ওষুধের দোকান বন্ধ করে বাইকে ফিরছিলেন। রাস্তায় স্ত্রীর চশমা পড়ে গেলে বাইক থামিয়ে তুলতে যান। সে সময় এক ম্যাটাডোর চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এরপর আরো একটি ছোট ম্যাটাডোর এসে দাঁড়ায় এক ম্যাটাডোরের চালক সুজনকে মারধর করেন। তন্দ্রা বাধা দিতে তাকেও মারধর করা হয়। গোলমালের মধ্যে আচমকা হেডলাইট নিভিয়ে একটি ম্যাটাডোর ধাক্কা দেয় তন্দ্রাকে। তিনি নিজে পড়ে গেলে তার ওপর দিয়ে চলে যায় গাড়িটি বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে এক ম্যাটাডোর চালককে ধরেছে।