আমুদরিয়া নিউজ : শনিবার দুপুরে প্রসব বেদনা উঠলে এক বধূকে মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, সঠিক সময়ে চিকিৎসা না করানোয় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগে ব্যাপক গোলমাল বাঁধে। প্রসূতির পরিবারের লোকজন হাসপাতালে চড়াও হয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। পরে পুলিশ ২ জনকে ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করেছে।
