আমুদরিয়া নিউজ : বিহার সিভিল সার্ভিস পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আমরণ অনশনে বসেছেন ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর সংক্ষেপে পিকে। জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা পিকে পাটনার গান্ধী ময়দানে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসেছেন। বিহারে ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় একটি পেপারের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিক্ষোভ দানা বাঁধে। এর পরে ওই পরীক্ষা বাতিলের দাবিতে বিহারের ছাত্রদের একমত জানিয়ে অনশনে বসেছেন তিনি।
কিন্তু অনশনস্থলে অদূরে পিকের একটি ভ্যানিটি ভ্যানকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বাতানকূল ওই ভ্যানে কিচেন, শোওয়ার ব্যবস্থা, বাথরুম, সবই রয়েছে। তা নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। পিকের দল জানিয়েছে, এটা আন্দোলনকে খাটো করে দেখানোর ষড়যন্ত্র। পিকে জানিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া অবধি তিনি অনশন চালিয়ে যাবেন। মনে রাখতে হবে, বিহারে এবছরই বিধানসভা ভোট। সেখানে পিকের দল সব কেন্দ্রে প্রার্থী দেবে বলে জানিয়েছে।